নারায়ণগঞ্জে সেফটিক ট্যাংক বিষ্ফোরণে শিশুসহ নিহত ৩

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৮, ২০২০, ০৩:১৯ পিএম নারায়ণগঞ্জে সেফটিক ট্যাংক বিষ্ফোরণে শিশুসহ নিহত ৩
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দরে একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশুসহ এক নারী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

শুক্রবার (৮ মে) ভোরে বন্দরের দিঘীরপাড় মোল্লাবাড়ি এলাকায় একটি বাড়িতে সেফটিক ট্যাংকের বিস্ফোরণে এ ঘটনা ঘটে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে বন্দরের দিঘিরপাড় এলাকায় একটি বাড়িতে সেফটিক ট্যাংক বিস্ফোরণ ঘটে। এতে নিচতলার ফ্ল্যাটের খোরশেদ আলমের দুই ছেলে মাসনূন (১৩) ও জিসান (৮) ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া ভবনের দেয়াল চাপা পড়ে লাবনী আক্তার নামের এক অন্তঃসত্ত্বা নারী গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় লাবনী আক্তার।

নারায়ণগঞ্জ বন্দর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জিন্নাত আলী খান জানান, সকালে বিস্ফোরণের খবর পেয়ে আমাদের বন্দর স্টেশনের সদস্যরা গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের দাবি ভবনটি নির্মাণের ত্রুটির কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

এসএমএম

আরও সংবাদ