নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ট্রাক ঘরে, ঘুমন্ত মা-মেয়ে নিহত

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৯, ২০২০, ০৩:৪৫ পিএম নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ট্রাক ঘরে, ঘুমন্ত মা-মেয়ে নিহত
সংগৃহীত ছবি

বগুড়ার নন্দীগ্রামে বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন ঘরে ঢুকে কেড়ে নিয়েছে মা-মেয়ের প্রাণ।

শনিবার (৯ মে) ভোরে নন্দীগ্রাম উপজেলার ওমরপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওমরপুর সড়কপাড়া এলাকার বাসিন্দা অতেজান বিবি ও তার মেয়ে কাতুলী খাতুন।

দিনমজুর পরিবারটি দীর্ঘদিন ধরে মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথের জায়গায় কুঁড়েঘর বানিয়ে বসবাস করে আসছিলো।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, শনিবার ভোরের দিকে বালু বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-৬৬৩৫) বগুড়া-রাজশাহী মহাসড়ক দিয়ে নাটোরের দিকে যাচ্ছিলো। নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে থাকা কুঁড়েঘরে ঢুকে পড়ে। এ সময় ওই ঘরে ঘুমিয়ে থাকা আতেজান বিবি ও তার মেয়ে কাতুলী খাতুন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান। সকালে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও সহকারী আলম শেখকে আটক করেছে পুলিশ।

এসএমএম

আরও সংবাদ