মাগুরায় কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৯, ২০২০, ০৫:২৫ পিএম মাগুরায় কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত
সংগৃহীত ছবি

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের পাঁচটি গ্রামে কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

শনিবার (৯ মে) ভোরের এ ঝড়ে ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

বেশি ক্ষতিগ্রস্ত আজমপুর গ্রামের বাড়িঘর বিধস্ত পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন।

আজমপুর গ্রামের মুক্তিযোদ্ধা তোবারোক হোসেন মোল্লা জানান, ভোরে কিছু বুঝে ওঠার আগেই কালবৈশাখী ঝড়ে তাদের ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। কারো কারো ঘরের উপর গাছ উপড়ে পড়েছে। ঝড়ে বাড়িঘর, গাছপালা ও মাঠে থাকা বোরো ধান, আম, লিচুসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় তারা এখন পথে বসেছেন। অনেকে খোলা আকাশের নিচে বসবাস করছেন। 

জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম জানান, ভোরে কালবৈশাখী ঝড়ে জগদল ইউনিয়নের পাঁচটি গ্রামের কাঁচা-আধাপাকা শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আজমপুর  গ্রামের বাসিন্দারা। এ গ্রামের প্রায় ৫০টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও প্রশাসন ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

এসএমএম

আরও সংবাদ