করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় বগুড়ায় নিউ মার্কেটসহ আশেপাশের কয়েকটি মার্কেট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১৩ মে) দুপুর ১২টা থেকে মার্কেট বন্ধের নির্দেশ দিয়েছেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ১০ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়। এমন ঘোষণায় মার্কেগুলো খোলার পর ক্রেতাসাধারণের ব্যাপক সমাগম হয়। কিন্তু অধিকাংশ মার্কেটে জীবাণুনাশক ও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা নেই্। বিশেষত বগুড়া নিউ মার্কেট ও তার আশেপাশের মার্কেটগুলোর বেহাল দশা দেখা যায়।
মার্কেটগুলোর সরু গলিতে লোকজন গা ঘেঁষাঘেঁষি করে কেনাকাটা করতে থাকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পর জেলা প্রশাসনের জরুরি বৈঠকে নিউ মার্কেটসহ আশেপাশের মার্কেটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মাদ জানান, শহরের অন্যান্য মার্কেটগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারলে সেগুলোও বন্ধ করে দেয়া হবে।
এসএমএম