মাগুরায় বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এর একজনের বাড়ি সদর উপজেলার দারিয়াপুরে ও আরেকজন জেলার মহম্মদপুরের সূর্যকুণ্ডু গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৫ মে) দারিয়াপুরে নিহত বেদেনা বেগমের (৩৫) স্বামী আশরাফুল আলম জানান, বিকালে বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয় বেদেনার।
স্থানীয়রা জানায়, মহম্মদপুরে নিহত কাওছার শেখ (৭০) বৃষ্টির মধ্যে ঘরের খুটি মেরামতের কাজ করছিল। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয় এবং তার ছেলে কোরবান আলী আহত হন। কাওছার শেখ মহম্মদপুর উপজেলা সূর্যকুণ্ডু গ্রামের মৃত মেছের শেখের ছেলে।
মাগুরা সদরের জাগলা লক্ষ্মীপুরে ঝড়ে গাছ পড়ে এক পথচারি আহত হয়েছে। অন্যদিকে জাগলার চাপড়ায় বজ্রপাতে আরও এক কৃষক আহত হয়েছে। তাদের উদ্ধার করে দমকলবাহিনীর সদস্যরা চিকিৎসার জন্য মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে এসেছে।
এসএমএম