মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালামের বাসায় বিস্ফোরণে কাউন্সিলরসহ ১৩ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মিরকাদিম পৌরসভার রামগোপালপুরে মেয়রের বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ১১ জনকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মিরকাদিম পৌরসভার মেয়র আবদুস সালাম (৫৫), তার স্ত্রী কানন বেগম (৪০), প্যানেল মেয়র রহিম বাদশা (৪৫) ও আওলাদ হোসেন (৪২), তাজুল ইসলাম (২৫), মাইনুদ্দিন (৪৪), মোশারফ হোসেন (৪২), শ্যামল দাস (৪৫), পান্না মিয়া (৫০), কালু মিয়া (৪০), ইদ্রিস আলী (৫০), মো. সোহেল (৫২) ও দ্বীন ইসলাম (৪০)।
স্বজনরা জানান, দাপ্তরিক কাজে সন্ধ্যায় মেয়রের বাসায় যান ওয়ার্ড কাউন্সিলররা। অফিস স্টাফ ও কর্মীরাও এ সময় সেখানে ছিলেন।
আহতদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দুর্বৃত্তদের নিক্ষেপ করা বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, গ্যাসের লিকেজ থেকে এ বিস্ফোরণ হতে পারে।
স্থানীয়রা জানান, ভবনটি চারতলা। চতুর্থ তালায় হঠাৎ করে বিস্ফোরণ হয়। এরপরই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক দগ্ধ ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ক্রাইম সিন বিভাগের উপপরিদর্শক কে এম মোতালিব হোসেন। তিনি জানান, ঘটনার তদন্ত হবে। এরপরই বিস্তারিত জানানো হবে।