ফেরিতে আগুন, পুড়ে গেছে ট্রাক-ভ্যান

ভোলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১, ১০:২০ এএম ফেরিতে আগুন, পুড়ে গেছে ট্রাক-ভ্যান

মেঘনা নদী‌তে কলমীলতা না‌মের এক‌টি ফে‌রি‌তে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় ফেরিতে থাকা কয়েকটি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান পু‌ড়ে গে‌ছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরে মেঘনা নদী‌তে এ ঘটনা ঘ‌টে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সদস্যরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা ইলিশা ঘাটের ম্যানেজার মো. পারভেজ জানান, লক্ষ্মীপুর মজু চৌধুরী ঘাট হতে কলমীলতা রাত আড়াইটায় ভোলা ইলিশা ঘাটের উদ্দেশে রওনা হয়। মতিরহাট অতিক্রম করার পরে ভোর সোয়া ৪টায় মেঘনা নদীর মাঝখানে মালবাহী ট্রাক হতে আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত ৮টি ট্রাক পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভোলার ই‌লিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল জানান, লক্ষ্মীপুরের মজু‌ চৌধুরী ঘাট থে‌কে ফে‌রি‌টি ভোলার ই‌লিশায় ঘাটে আস‌ছিল। ভোলার চর ও ম‌তিরহাট সীমানার মাঝামা‌ঝি মেঘনা নদী‌তে এলে ফেরিতে আগুন ধরে যায়। ‌

ওসি জানান, কক‌সি‌টের পিকআপ ভ্যান থে‌কে আগু‌নের সূত্রপাত হয়। তবে সবাই নিরাপদে রয়েছে। পুড়ে যাওয়া ট্রাক ও ভ্যানগুলো উদ্ধারের কাজ চলছে।