মৌলভীবাজারে শ্বশুরকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে রবিতা বাক্তি (২৩) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বড়লেখা উপজেলায় নিউ সমনবাগ চা-বাগানের পাক্কা লাইন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত মিঠুন বাক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
নিহত রবিতা বাক্তি নিউ সমনবাগ চা-বাগান শ্রমিক সুষেন বাক্তির স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চা-শ্রমিক মিঠুন বাক্তি ধারালো অস্ত্র নিয়ে রবিতার শ্বশুর ভাগ্য বাক্তির ওপর হামলা চালায়। এ সময় শ্বশুরকে বাঁচাতে গেলে মিঠুন ধারালো অস্ত্র দিয়ে রবিতার তলপেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় চা-বাগানের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিতাকে মৃত ঘোষণা করেন।
মিঠুনের পারিবারিক সূত্র জানায়, মিঠুন বাক্তি মাদকসেবী। নেশাগ্রস্ত হয়ে উগ্র মেজাজে খুনের ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারণা।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রতন দেবনাথ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মিঠুন বাক্তিকে গ্রেপ্তার করেছে। নিহতের স্বামী তার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মরদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।