কালবৈশাখী ঝড়ে বন্ধ হওয়া ফেরি চলাচল শুরু

ভোলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১, ১০:৪১ পিএম কালবৈশাখী ঝড়ে বন্ধ হওয়া ফেরি চলাচল শুরু

ভোলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে পন্টুন ও গ্যাংওয়ে ক্ষতিগ্ৰস্ত হয়ে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি বন্ধ হওয়ার ১৪ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) রাত ৮টায় ইলিশা ফেরিঘাট থেকে "কৃষাণী" ও "কুসুম কলী" নামে দুটি ফেরি লক্ষ্মীপুর মজুচৌধুরীর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে সকাল ৬টায় ঝড়ে কবলে পড়ে ইলিশা ফেরিঘাট ক্ষতিগ্রস্ত হয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই প্রান্তে আটকা পড়ে শতাধিক পণ্যবাহী যানবাহন। 

ভোলা ইলিশা ফেরি সার্ভিসের ব্যবস্থাপন মো: পারভেজ খান জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত পল্টুন পুনরায় স্থাপনে জন্য বিকেলে বরিশাল থেকে একটি বিশেষজ্ঞ দল মেরামত কাজ শুরু করেন। রাত ৮টায় মেরামত কাজ সম্পন্ন হলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।