মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল)মুন্সিগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ শাহ জাহান খান ও সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজদিখান উপজেলা অন্তরগত মালখানগর ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিনকে সন্ত্রাস, দখল দারিত্ব দল ও রাষ্ট্র বিরোধী কাজে সম্পৃক্ত থাকার অপরাধে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মালখানগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক ভাবে বহিস্কার করা হলো।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান বলেন, "যুবলীগে কোনও সন্ত্রাসীর স্থান নেই। কেন্দ্রের নির্দেশে আমরা তাকে সাময়িক বহিষ্কার করেছি। করোনার সময়ে যেখানে যুবলীগকে মানবিক হতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে তাকে ছাড় দেওয়া হবে না।"
গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে সরকারের দেওয়া আশ্রায়ন প্রকল্পের ঘরসহ ৪টি বসত ঘর ভাঙচুর, মারধর ও লুটপারে অভিযোগ উঠে মালখানগর ইউনিয়ন যুববলীগ সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিনসহ তার লোকজনের বিরুদ্ধে।
ওই দিন রাত সাড়ে ১১ টার দিকে ভুক্তভোগী রজ্জব আলী বাদি হয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর যুবলীগ নেতা আহসানুল ইসলাম আমিনসহ আরো ৪ জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।