যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত থেকে আসা যাত্রীদের জিম্মি করে হয়রানির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
শনিবার (১ মে) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হলেন- চেকপোস্ট ট্যাক্সি স্ট্যান্ড শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক জাবের হোসেন, প্রাইভেটকারচালক রহিম, গফফার ও তাদের আরো এক সহযোগী।
শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি অভিযান পরিচালনা করেন। এতে পুলিশ সহায়তা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, তাদের কাছে অভিযোগ আসে করোনাকালে বহিরাগতরা বিভিন্ন পরিচয়ে ইমিগ্রেশন ভবনে গিয়ে যাত্রীদের জিম্মি করে হয়রানি করছে। পরে অভিযান চালিয়ে চার দালালকে আটক করা হয়। আটকদের বেনাপোল পোর্ট থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।