ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে মামলা থেকে বাঁচতে ‘অলৌকিক আগুনের’ নাটক সাজানোর ঘটনায় গ্রেপ্তার ১২ জনকে কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
রোববার (২ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ডিবি পুলিশের পরিদর্শক আকরাম আলী।
উপজেলার চাড়োল ইউনিয়ন থেকে জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করে ঠাকুরগাঁও ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আগুন লাগানোর ঘটনাটি নাটক বলে স্বীকার করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছোট সিঙ্গিয়া মুন্সিপাড়া গ্রামের সামসুজ্জোহা, এহেতাসাম উল্লাহ, মকসেদুল ইসলাম, ইন্তাজ আলী, দেলোয়ার হোসেন, কফিল উদ্দীন, ওবায়দুল্লাহ, তহিদুর রহমান, আজিম উদ্দীন চৌধুরী, মন্টু আলম, মেহেরুন নেছা ও বিলকিস আক্তার।
জানা গেছে, গত ২৯ এপ্রিল ওই গ্রামের বাসিন্দা সালেহা বেগম বাদী হয়ে তার ঘর পোড়ানো হয়েছে উল্লেখ করে বালিয়াডাঙ্গী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন।
পুলিশ পরিদর্শক আকরাম আলী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহ হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেই গ্রামের ১২ জনকে আটক করে নিয়ে আসা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করা হলে সাজানো অলৌকিক অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে আটকদের জড়িত থাকার কিছু তথ্য পাওয়া যায়। এ জন্য তাদের সালেহা বেগমের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আকরাম আলী আরও বলেন, প্রাথমিকভাবে মনে করছি সালেহা বেগমের দায়ের করা মামলা থেকে বাঁচতে গ্রামে অলৌকিক আগুনের নাটক সাজানো হয়েছিল। গ্রেপ্তারদের উদ্দেশ্য ছিল সেই এলাকার মানুষের মাঝে ভয় সৃষ্টি করা। সেই সঙ্গে ঘর পোড়ানো মামলার বাদী সালেহা বেগমের জমি দখল করা।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।