বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১২দিন

পঞ্চগড় প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২১, ০৩:৩৭ পিএম বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১২দিন

পবিত্র ঈদ-উল-ফিতর ও পবিত্র শব-ই-ক্বদর উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি ১২ দিন বন্ধ থাকবে।

বুধবার (৫ মে) দুপুরে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বিষয়টি নিশ্চিত করেন।

মেহেদী হাসান খান বাবলা বলেন, আসন্ন ঈদ-উল-ফিতর ও পবিত্র শব-ই-ক্বদর উপলক্ষে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য আগামী ১০ মে (সোমবার) থেকে ২১ মে (শুক্রবার) পর্যন্ত মোট ১২দিন বন্ধ থাকবে। তবে আগামী শনিবার (২২ মে) থেকে বন্দর কার্যক্রম যথারীতি চালু হবে। তবে নিয়মানুযায়ী সরকারি দপ্তরের সকল কার্যক্রম চালু থাকবে।