বাজারের ব্যাগে চার মাসের শিশুর মরদেহ

মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ৬, ২০২১, ০৭:৫৪ পিএম বাজারের ব্যাগে চার মাসের শিশুর মরদেহ

মানিকগঞ্জে বাজারের ব্যাগ থেকে চার মাস বয়সী এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে মানিকগঞ্জ-সিংগাইর সড়কের পাশ থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ সদর থানা উপ-পরিদর্শক শাহ জামান জানান, স্থানীয়  এক ব্যক্তি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে নবজাতকের মরদেহের বিষয়টি জানান। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪ মাস বয়সী কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।