দেশে করোনার ভ্যাকসিনের সংকট নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
শুক্রবার (৭ মে) সকালে তার নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়াম মাঠে করোনাকালীন খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, যে স্বল্প পরিমাণ ভ্যাকসিন আছে তা শেষ হওয়ার আগেই ফের চলে আসবে। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আগামী জুন-জুলাইয়ের মধ্যেই বিভিন্ন সোর্স থেকে দেশে পর্যাপ্ত ভ্যাকসিন আসবে।
তিনি বলেন, করোনা দুর্যোগে যেখানে বিশ্বের উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে, লাখ লাখ লোক যেখানে মারা যাচ্ছে, কোটি কোটি মানুষ আক্রান্ত, তারাও এখনো সবাইকে ভ্যাকসিন দিতে পারেনি। সেখানে আমাদের মতো দেশে সীমিত সম্পদ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে সরকার, চিকিৎসক এবং বিশেষজ্ঞরা মিলে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের কাছে তা প্রসংশিত হয়েছে। তারপরেও আমাদের সফলতা নিয়ে যারা সমালোচনা করছেন তারা যখন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তারা তাদের দায়িত্ব কতটা ভালোভাবে পালন করেছেন, তা দেখার প্রয়োজন।
এ সময় তিন হাজার কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কুষ্টিয়ার ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমপি হানিফ বলেন, গত বছরে করোনাকালীন সময়ে কুষ্টিয়ার ব্যবসায়ীরা ১ কোটি ২০ লাখ টাকা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দিয়েছিলো। এবারো কুষ্টিয়ার ব্যবসায়ীরা ডোনেশন দিয়ে প্রমাণ করেছে মানুষ মানুষের জন্য। তাদের ডোনেশন নিয়ে আমরা আপনাদের ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করতে পারছি। এজন্য আপনারা ব্যাবসায়ীদের জন্য দোয়া করবেন।
জেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাজি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, কোষাধ্যক্ষ অজয় সুরেকা, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ দলীয় নেতারা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।