কঠোর লকডাউনের মধ্যেও যাত্রী পরিবহন করায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট ও ট্রলারের পাখা খুলে নিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৭ মে) দিনব্যাপী মাদারীপুরের শিবচর বাংলাবাজার ঘাটে অভিযান চালিয়ে শতাধিক স্পিডবোটের পাখা খুলে নেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান অভিযান পরিচালনা করেন।
ইউএনও আসাদুজ্জামান জানান, লকডাউন অমান্য করে চলাচলের কারণে গত সোমাবার বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কায় প্রাণ হারান ২৬ যাত্রী। ঈদ-উল ফিতর উপলক্ষেও শুক্রবার সকাল থেকে এ নৌরুটে যাত্রীদের চাপ বেড়েছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে পদ্মা নদীতে চলাচলকারী ট্রলার ও স্পিডবোটের ইঞ্জিনের পাখা খুলে রাখা হয়েছে। আসন সংখ্যা নির্ধারণ করে সরকারি বিধি মেনে স্পিডবোট চলাচল করবে। প্রাথমিকভাবে স্পিডবোট ও ট্রলারের ইঞ্জিনের পাখা খুলে রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পেলে এই নৌরুটে কোনো লঞ্চ-স্পিডবোট কিংবা ট্রলার চলতে পারবে না।