চুয়াডাঙ্গায় নির্মিত হবে বঙ্গবন্ধুর উচ্চতম ভাস্কর্য  

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৯, ০৭:৩৮ পিএম চুয়াডাঙ্গায় নির্মিত হবে বঙ্গবন্ধুর উচ্চতম ভাস্কর্য   
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বক্তব্য রাখছেন গোপাল চন্দ্র দাস। ছবি- জাগরণ

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘতম উঁচু ভাস্কর্য নির্মাণ করা হবে চুয়াডাঙ্গায়। যেটি হবে বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধুর সবচেয়ে উচ্চতম ভাস্কর্য।

ভাস্কর্য নির্মাণ নিয়ে মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস এ খবরটি নিশ্চিত করেন। 

বঙ্গবন্ধুর উচ্চতম ভাস্কর্য নির্মাণের খবরে উচ্ছ্বসিত চুয়াডাঙ্গাবাসী। মঙ্গলবার সকালে খবরটি জানাজানি হলে উচ্ছ্বাস প্রকাশ করেন মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ।

জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস জানান, চুয়াডাঙ্গাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবার পূরণ হতে চলেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে এবার চুয়াডাঙ্গায় নির্মিত হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য। এটি নির্মিত হবে জেলা প্রশাসকের কার্যালয়ের টেনিস গ্রাউন্ডের পাশে। এর উচ্চতা হবে একশ ফুট। ভাস্কর্যটি নির্মাণ করবেন বাংলাদেশে ভাস্কর্য নির্মাণের প্রধান পরিকল্পনাকারী মৃণাল হক।

জেলা প্রশাসক আরও জানান, চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর ভাস্কর্যটি নির্মিত হলে এটিই হবে বাংলাদেশে বঙ্গবন্ধুর সবচেয়ে উঁচু ভাস্কর্য।

কারণ হিসাবে তিনি জানান, চট্টগ্রামে রাজউকের তত্ত্বাবধানে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটি রয়েছে সেটির উচ্চতা ৬৬ ফুট, বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক যে ভাস্কর্যটি রয়েছে তার উচ্চতা ৫৩ দশমিক ৫০ ফুট।

জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন জানান, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আজ আমি অনেক আনন্দিত। কারণ চুয়াডাঙ্গাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।

তিনি জানান, এমন মহৎ কাজে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি জেলা প্রশাসনকে।

ভাস্কর্য নির্মাতা মৃণাল হক জানান, চুয়াডাঙ্গার একশ ফুটের এই ভাস্কর্যটি হবে বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধুর সবচেয়ে উচ্চতম ভাস্কর্য। এটি নির্মাণ করতে সময় লাগবে ৫ মাস। তবে ভাস্কর্যটি নির্মাণে কত টাকা ব্যয় হবে এটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এনএ