দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

ঈদের পরের দিনও ঘরমুখী মানুষের ভিড়

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: মে ১৫, ২০২১, ০১:৩১ পিএম ঈদের পরের দিনও ঘরমুখী মানুষের ভিড়

ঈদের পরের ফেরিঘাটে ঘরমুখী মানুষের ভিড় রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

শুক্রবার (১৪ মে) সারা দেশে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। তার আগের দিন পর্যন্ত স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছেড়েছেন মানুষ। তবে ঈদের পরের দিন, অর্থাৎ শনিবার (১৫ মে) পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে।

ঈদের আগে যেসব যাত্রী ভোগান্তি ও দুর্ভোগের কথা চিন্তা করে বাড়ি ফেরেননি, তারা ঈদের পরদিন যাত্রা নির্বিঘ্ন করতে বাড়ি যাচ্ছেন আজ। ভোগান্তি ছাড়াই গন্তব্যে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। 

সব ধরনের যানবাহন চলাচল ও ফেরি চলাচল করায় যাত্রীদের কোনো ধরনের সমস্যায় পড়তে হয়নি। যদিও কিছুটা বাড়তি ভাড়া দিয়ে তাদের ঘাটে আসতে হয়েছে। আজ দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপারে চলাচল করছে।