শ্বশুরবাড়িতে গিয়ে নদীতে ডুবে জামাতার মৃত্যু!

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ১৭, ২০২১, ১০:১৬ এএম শ্বশুরবাড়িতে গিয়ে নদীতে ডুবে জামাতার মৃত্যু!

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঈদের দাওয়াতে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে রক্তি নদীতে ডুবে সাব্বির হাসান (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ মে) দুপুরের দিকে তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের পুরান বারুঙ্কা গ্রামে এ ঘটনা ঘটে।

সাব্বির উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের মৃত নিধান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দাওয়াতে সাব্বির হোসেন শ্বশুরবাড়িতে বেড়াতে যান। দুপুর ২টার দিকে তিনি পুরা বারুঙ্কা গ্রামের রক্তি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজ সাব্বির হোসেনের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিশ্বম্ভপুর উপজেলার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে এসে রক্তি নদী থেকে সাব্বির হাসানের মরদেহ উদ্ধার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ (তরফদার) মরদেহ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।