এক সপ্তাহের জন্য লকডাউন চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২১, ০১:৪৯ পিএম এক সপ্তাহের জন্য লকডাউন চাঁপাইনবাবগঞ্জ
  • কার্যকর আজ রাত ১২টা থেকে।
  • জেলায় শনাক্তের হার ৫৫ শতাংশ।
  • গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে করোনায় মারা গেছেন ১০ জন, যার মধ্যে ৬ জনই চাঁপাইনবাবগঞ্জের।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য চাঁপাইনবাবগঞ্জকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন, যা কার্যকর হবে আজ রাত ১২টা থেকে। 

সোমবার (২৪ মে) দুপুরে এ লকডাউনের ঘোষণা দেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

জেলা প্রশাসক জানান, চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার ৫৫ শতাংশ। জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪৯ জন, শিবগঞ্জে ৩ জন, গোমস্তাপুরে ৬ জন ও ভোলাহাটে একজন রয়েছেন।

জেলা প্রশাসক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজে করোনায় ১০ জন মারা গেছেন, যার ৬ জনই চাঁপাইনবাবগঞ্জের।  

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, জেলার ২৫০ শয্যার হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া করোনায় আক্রান্ত ১ হাজার ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ও মারা গেছেন ২৫ জন।