ভোলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত বোরাকের চালকসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের ঘুইংগারহাট বাজার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সদর উপজেলার কমরউদ্দিন গ্রামের বাসিন্দা বোরাক চালক আজিজুল ইসলাম, যাত্রী মিরাজ ও সোহাগ। এতে আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। তাদের ভোলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ভোলা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ঘুইংগারহাট বাজার সংলগ্ন এসে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত বোরাকটিকে চাপা দেয়। এতে তিনজন ঘটনাস্থলে মারা যান। তিনজনের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালককে আটক করা যায়নি বলেও জানান তিনি।