জেলের জালে ২১ কেজির বাগাড়

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: জুন ৬, ২০২১, ১২:৩৬ পিএম জেলের জালে ২১ কেজির বাগাড়

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ২১ কেজি ওজনের একটি বাগাড় মাছ। রোববার (৬ জুন) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ঢল্লাপাড়া এলাকায় পদ্মা নদীতে জেলে আশরাফ প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে। 

পরে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৫০ টাকা কেজি দরে  কিনে নেন।

আশরাফ প্রামাণিকের ছেলে সাদ্দাম প্রামাণিক জানান, কয়েকদিন ধরে তেমন একটা মাছ পাওয়া যাচ্ছিল না। এই মাছটি ধরতে পেরে তারা খুব খুশি।

চান্দু মোল্লা জানান, সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৫০ টাকা কেজি দরে মোট ২২ হাজার টাকা দিয়ে তিনি মাছটি কিনে নেন। মাছটি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ১ হাজার ১০০ টাকা কেজি দরে কেউ দাম করলেই তিনি মাছটি বিক্রি করবেন।