বরগুনার আমতলী পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের কর্মসূচি ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
এই আদেশ বুধবার (১৬ জুন) সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এ আদেশ দেন।
জানা গেছে, আমতলীর যুবলীগ কর্মী ও আমতলী পৌরসভার মেয়র মতিউর রহমানের ভাগনে আবুল কালাম আজাদকে হত্যাচেষ্টার ঘটনায় শনিবার আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে আমতলী থানায় মামলা হয়েছে। জড়িতদের বিচারের দাবিতে আজ আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে মেয়র মতিয়ারের পক্ষের লোকজন।
এদিকে মামলা থেকে অব্যাহতি চেয়ে আসামিদের পক্ষে একই স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগের আরেকটি অংশ।
একই স্থানে দুই পক্ষের কর্মসূচির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।