মানিকগঞ্জে লকডাউনের প্রথমদিন ভোর থেকেই শহর ও বাসস্ট্যান্ডের সকল শপিংমল ও দোকানপাট বন্ধ রয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে সকালে কিছু পরিমাণ দূরপাল্লার পরিবহন চলাচল করছে। পুলিশ বলছে, পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে আটকে থাকা কিছু দূরপাল্লার বাস সকালে মহাসড়কে চলেছে। আর বেশিরভাগ পণ্যবাহী ট্রাক চলাচল করছে। তবে বাসস্ট্যান্ড এলাকায় পরিবহনের অপেক্ষায় যাত্রীদের দেখা গিয়েছে। তারা বিভিন্ন অজুহাতে বাসা থেকে বের হয়েছে।
জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, লকডাউন কার্যকরে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শুরু বারবাড়িয়া ও পাটুরিয়াঘাট এলাকায় এবং সিংগাইরের ধল্লার শহিদ রফিক সেতু এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। অনুমোাদিত যান ছাড়া সকল পরিবহন চেকপোস্টে আটকে দেয়া হচ্ছে। সেই সাথে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
জাগরণ/এমআর