শেরপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ১২ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টায় শেরপুর পৌরসভার সম্মেলন কক্ষে ঘোষণা করা হয়েছে। মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে ও পৌর সচিব আবু লায়েছ মো. বজলুল করিম এর সঞ্চালনায় প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন, মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। শেরপুর পৌরসভার প্যানেল মেয়র, কাউন্সিলর ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দদের স্বল্প পরিসরে উপস্থিতিতে প্রাণবন্ত বাজেট অনুষ্ঠানে মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এ বাজেট উপস্থাপন করেন।
এসময় তিনি বলেন, ২০২১-২০২২ অর্থ-বছরে শেরপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক সুবিধা বাড়াতে এবং পৌরসভার উন্নয়নে ৭৭ কোটি ৩০ হাজার ২৯৬ টাকা আয়, ৬৬ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ব্যয় এবং ১০ কোটি ৬৩ লাখ ৬২ হাজার ৭৯৬ টাকা উদ্বৃত্ত দেখিয়ে তিনি এ বাজেট ঘোষণা করেছেন। বাজেট ঘোষণা কালে মেয়র লিটন আরো বলেন, শেরপুর পৌরসভার নাগরিকদের অন্যান্য সুবিধা বাড়াতে এবং সেই সাথে একটি আধুনিক মডেলের লাশবাহী গাড়ী খুবদ্রুত সময়ে মধ্যে ক্রয় করার ব্যবস্থা হাতে নিয়েছেন।
এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মানুষের চলাচলে অনুপযোগী রাস্তা নির্মাণ, লাইটিং ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং চাপাতলী পৌর কবর স্থানের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নের প্রকল্প পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করবেন বলে বিষয়টি উপস্থিত কাউন্সিলর ও সাংবাদিকদের আশ্বস্থ করেন মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।