জামালপুরের মাদারগঞ্জে লোকালয়ে পাওয়া গেল ১০ হাত লম্বা একটি অজগর সাপ। সেটি এক সুপারি বাগানে ঘের দেয়া জালে আটকা পড়েছিল। সাপটিকে উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেছে পুলিশ।
মঙ্গলবার ( ১৩ জুলাই ) সকালে উপজেলার বালিজুড়ী তারতাপাড়া সকাল বাজার গ্রামের হাফিজুর রহমানের সুপারি বাগানে ঘের দেয়া জালে ধরা পড়ে সাপটি।
স্থানীয়রা জানায়, সম্ভবত ওই বাগানে ঢোকার সময় জালে জড়িয়ে পড়ে সাপটি। বিশাল আকৃতির এই সাপের নড়াচড়া লোকজনের চোখে পড়লে হৈচৈ পড়ে যায়। কিছু লোক মিলে জাল ছিঁড়ে সাপটিকে উদ্ধার করে। বিশাল আকৃতির সাপটিকে দেখতে ভিড় জমে লোকজনের। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করে পুলিশ।
মাদারগঞ্জ থানার ওসি মো. মাহবুবুল হক জানান, খবর পেয়ে ওই এলাকায় দ্রুত পুলিশ পাঠাই যাতে সাপটিকে কেউ মেরে ফেলতে না পারে। পরে শেরপুর বন বিভাগকে ঘটনাটি জানাই। বন বিভাগের লোক এলে সাপটিকে হস্তান্তর করা হয়।
জাগরণ/এমআর