অপরাধ দমন ও শনাক্তে পিরোজপুর শহর এবং পৌর এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ।
সোমবার নিজ কার্যলয় বসে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সিসি টিভি ক্যামেরায় নজরদারির আওতায় আনার বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান।
সিসিটিভি ক্যামেরায় নজরদারির ফলে খুব সহজেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে এমনটাই জেলা পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। জেলা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহর ও পিরোজপুর পৌরসভার সাধারণ মানুষ।
পিরোজপুর শহর এবং পৌর এলাকায় বিভিন্ন কারণে নানা ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়া এবং রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে চলতি বছরের জানুয়ারি মাসে শহরের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করে জেলা পুলিশ। পৌর এলাকার ২৫০টি স্পটে সিসিটিভি স্থাপন করা হবে। ইতোমধ্যে ক্যামেরা স্থাপনের ৭৫ শতাংশ কাজ সম্পন্ন করা হয়েছে।
পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান জানান, সিসিটিভি স্থাপনের ফলে চুরি ও হানাহানি সহ বিভিন্ন ধরনের অপরাধ কমেছে। পর্যায়ক্রমে পুরো জেলাকে সিসিটিভির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
জাগরণ/এমআর