ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চীনের তৈরি সিনোফার্মের টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরীর সভাপতিত্বে সিনোফার্মের টিকাদান কার্যক্রম উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন আবু তৈয়ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, নাজিরহাট পৌরসভার মেয়র সিরাজউদৌলা, ডা. বাসেত, ডা. অতুন চৌধুরী, ডা. প্রণয় কুমার সহ আরও অনেকে।
ফটিকছড়িতে ৬ হাজার ৫০০ ডোজ চীনের তৈরি সিনোফার্মের টিকা এসেছে।
জাগরণ/এমএ