উন্ননের কাজে যারা সহযোগিতা করেন সুন্দর সঠিক নিরপেক্ষ ভাবে কাজ পরিচালনা করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে প্রণোদনা উপহার সামগ্রী দিচ্ছেন সেই গুলি আপনারা সঠিক ভাবে বিদরণে ব্যথ হলে তার দায় দায়ীত্ব বর্তায় চেয়ারম্যান মেম্বরদের উপরে। আপনারা সেবায় নিয়েজিত আজকেযে কাজ গুলো দেয়া হচ্ছে আর্থিক সেবায়। যে মানুষ জীবন মরনে সংগ্রামে লিপ্ত তাদের পাশে দাঁড়ানোর একটা সুযোগ।এই সুযোগ সতাপদিতে মানুষ একবার পায়। এ সপাদির ক্রান্তিকালে আপনারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে এ দায়িত্ব আপনাদের উপর বর্তাইচ্ছে। এ মহান পবিত্র দায়িত্ব যাতে সুষ্ঠ ভাবে পালন করতে পারেন আল্লাহ যেন সেই তাওফিক দেন আমি সেই দোয়া করি।
আমু বলেন, পাশা পাশি আপনাদের অনুরোধ করবো সরকারে প্রণোদনা উপহার সামগ্রী সাহায্য সহযোগিতা যাতে সঠিক ভাবে বিতরণ করা হয় সেই দিকে আপনারা কাজ করবেন। প্রধানমন্ত্রীর প্রণোদনা খাদ্যসামগ্রী যা দেয়া হচ্ছে তা মানুষের জীবন ধারনের জন্য যাতে কেই না খেয়ে মারা না যায়। যারা কাজ করতে পারছে না,খাদ্য কিনতে পারছে না,তারা যাতে নাখেয়ে মারা না যায় তার জন্য এ খাদ্যসমগ্রী। তাই তাদের মাঝে সঠিক ভাবে বন্টন করতে হবে। কোন প্রকার আত্মীয়তা বন্ধু,দলীয় প্রধান্য না পায় সেদিকে নজর রাখতে হবে।