দুর্নীতির অভিযোগ

শরীয়তপুরে সড়কের কাজ বন্ধ করলেন এলাকাবাসী

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৯, ১০:৩৭ এএম শরীয়তপুরে সড়কের কাজ বন্ধ করলেন এলাকাবাসী
শরীয়তপুরে সড়কের কাজ বন্ধ করলেন এলাকাবাসী

 

শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক সংস্কারের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। যার প্রেক্ষিতে ভেদরগঞ্জের নারায়ণপুর এলাকার সাধারণ মানুষ সড়কের সংস্কার কাজ বন্ধ করে দিয়েছেন। 

স্থানীয়দের অভিযোগ, শরীয়তপুর থেকে চাঁদপুর ফেরীঘাট পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কে বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হচ্ছে, সিডিউল মোতাবেক ৭০ শতাংশ পাথর ব্যবহার করার কথা। সেখানে ৭০ শতাংশ পাথরের পরিবর্তে ৩০ শতাংশ পাথর ব্যবহার করা হচ্ছে। সিডিউল মোতাবেক ৩ ইঞ্চি বিটুমিন দেয়ার কথা কিন্তু ঠিকাদার ১ ইঞ্চি বিটুমিন দিয়ে দায়সারা ভাবে সড়কের কাজ সম্পন্ন করছে। অনেক স্থানে বিটুমিন দেয়ার পর রোলার দিয়ে চাপ না দেয়ার কারণে বিটুমিন উঠে যাচ্ছে। সড়কের দুই পাশে পুরো ইট দিয়ে এজিং করার কথা থাকলেও অধিকাংশ স্থানে অর্ধেক সাইজের ইট দিয়ে এজিং দেয়া হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, শরীয়তপুর-চাঁদপুর সড়কে শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার থেকে চাঁদপুর ফেরিঘাট পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ ছিল। তার মধ্যে মনোহর বাজার থেকে ভেদেরগঞ্জের নারায়ণপুর পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক সংস্কারে জন্য দুটি গুচ্ছ প্রকল্পের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়। ২০১৮ সালের ১৮ মার্চ মাসে শহীদ ব্রাদার্স, এস অনন্ত বিকাশ ত্রিপুরা জেভি এবং র‌্যাব আরসি, সরদার এন্টারপ্রাইজ জেভি নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে ২৫ কোটি টাকা ব্যায়ে সড়র সংস্কারের কার্যাদেশ দেয়া হয়। র‌্যাব আরসি, সরদার এন্টারপ্রাইজ জেভি নামের ঠিকাদারী প্রতিষ্ঠানটি ভেদরগঞ্জের সাজনপুর থেকে নারায়ণপুর পর্যন্ত সড়কের কাজ শুরু করেন। সেই কাজে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এর প্রেক্ষিতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়কের কাজ বন্ধ করে দিয়েছেন।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়কে বালু ও পাথর মিশিয়ে দুই স্তরে ৮ ইঞ্চি লেয়ার দেয়া হবে। সেই লেয়ারে ৩০ শতাংশ বালু এবং ৭০ শতাংশ পাথর থাকবে। তার উপর ৩ ইঞ্চি বিটুমিন দিয়ে কার্পেটিং করা হবে। এখানে পাথর আর বালুর মিশ্রণে কিছুটা হেরফের রয়েছে। আমরা বিষয়টি দেখছি।

এ ব্যাপারে র‌্যাব আরসি, সরদার এন্টারপ্রাইজ জেভি নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক সিরাজ সরদার মোবাইলফোনে বলেন, আমাদের বিরুদ্ধে নিম্নমানের কাজ করার যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। যদিও আমি কাজের সাইডে নেই। তারপরও বলছি আমরা সঠিক ভাবেই সড়কের কাজ করছি। 

শরীয়তপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, স্থানীয়রা সড়কের কাজ বন্ধ করে দিয়েছে এই খবর পেয়ে আমি তাৎক্ষণিক ভাবে একজন উপ-সহকারী প্রকৌশলীকে পাঠিয়েছি। নিম্নমানের কাজের প্রমাণ পেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিএস