ভেলা জেলার লালমোহনে মিলাদ অনুষ্ঠানের মিষ্টি খেয়ে ১০ জন শিশু অসুস্থ হয়ে পড়েছে।
গতকাল শুক্রবার উপজেলার কিশোরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অসুস্থরা হলো, লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে সোলাইমান (৫), মো. সিরাজের ছেলে সিফাত হোসেন (৯) ও মেয়ে তানহা (৪), মো. রিয়াজের ছেলে হোসাইন (৩), মো. আব্বাস মিয়ার মেয়ে আছিয়া (৪), মো. হারুনের ছেলে তানজিম (৫), মো. সিদ্দিক উল্লাহর ছেলে তামিম (৯) ও মো. মামুনের ছেলে শাহরুখ (৯)। তাৎক্ষণিক বাকিদের নাম পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, শুক্রবার উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামের মনপুরা বাড়ির মো. সিরাজ মিয়ার ছেলে মো. সুজনি একটি অটোরিকশা কিনেন। বিকেলে এ নিয়ে বাড়িতে মিলাদ অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে শিশুসহ সবাইকে মিষ্টি খাওয়ানো হয়। পরে সবাই বাড়ি চলে গেলে সন্ধ্যার দিকে একে ১০ জন শিশুর বমি ও পেটব্যাথা শুরু হয়। পরে তাদের লাললমোহন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা. সরোওয়ার্দী বলেন, রাত সাড়ে ৯টার দিকে ১০ জন শিশু পেটব্যাথা ও বমির সমস্যা নিয়ে ভর্তি হয়। তাদের চিকিৎসা চলছে।
জাগরণ/এমআর