মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকাসক্ত স্বামীর দাবি করা যৌতুকের টাকা না দেওয়ার কারণে হালিমা বেগম(৩০) নামে এক গৃহবধূকে মারধরসহ অমানবিক নির্যাতন করেছে স্বামি মুরাদ শেখ।
রোববার(১ আগস্ট) সকাল ১০ টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে এ ঘটনা ঘটেছে।
এঘটনায় মাদকাসক্ত স্বামি মুরাদকে (৪৫) আটক করে সিরাজদিখান পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।
গুরুতর আহত গৃহবধু হালিমা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গৃহবধু হালিমাকে নির্যাতনের দৃশ্য পাশের বাড়ির লোকজন গোপনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। মূহুর্তেই সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন আরো জানান, মাদকাসক্ত স্বামী মুরাদ শেখ নেশা করবে বলে যৌতুকের টাকার জন্য প্রতিনিয়ত স্ত্রীকে অমানবিক শারিরিক নির্যাতন করতো।
মাদকাসক্ত স্বামি মুরাদ শেখ উপজেলার কাজীরবাগ গ্রামের হেলাল শেখের ছেলে। মুরাদ শেখ পেশায় একজন মাংস বিক্রিতা।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন আরো জানান, স্থানীয়দের দেয়া গৃহবধুকে নির্যাতনের খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ পাঠিয়ে স্বামীকে গ্রেপ্তার করি। এ ঘটনায় ভিকটিম গৃহবধু হালিমা বেগমের লিখিত অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত স্বামির বিরুদ্ধে রোববার সন্ধা- ৬টার দিকে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন।