মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেফতার

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০১:৫৬ পিএম মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেফতার
ফাইল ছবি

লামা প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় ৯ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা মো. জুনাইদকে (২১) আটক করেছে পুলিশ। উপজেলার ফাইতং ইউনিয়নের কুইজ্জাখোলা গ্রাম থেকে সোমবার দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়। জুনাইদ কুইজ্জাখোলা গ্রামের বাসিন্দা জামাল হোসেনের ছেলে। 

সূত্র জানায়, তৃতীয় শ্রেণীতে পড়ুয়া কন্যা শিশুকে ঘরে রেখে গত ১৮ জুলাই সকালে রিলিফের চাল নিতে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদে যায় মা ও নানী। এ সুযোগে কন্যা শিশুটিকে তার সৎ বাবা জুনাইদ প্রকাশ কালু ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় মো. জুনাইদের বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন। মামলার সূত্র ধরে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে ফাইতং ইউনিয়নে অভিযান চালায়। এক পর্যায়ে কুইজ্জাখোলা এলাকা থেকে ধর্ষক জুনাইদকে গ্রেফতার করে পুলিশ। 

কন্যা শিশু ধর্ষক জুনাইদকে গ্রেফতারের সত্যতা লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

জাগরণ/এমআর