জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন ক্যশৈহ্লা

বান্দরবান প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৪:১৭ পিএম জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন ক্যশৈহ্লা

ক্রীড়া সংগঠক হিসাবে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। 

জানা যায়, শেখ কামালের জন্মদিনে আগামীকাল পুরস্কার প্রাপ্তরা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পুরস্কার গ্রহণ করবেন। এতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ক্যশৈহ্লা বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

জাগরণ/এমআর