কাঁচা মরিচের ঝালে পুড়ছে বাজার

কিশোরগঞ্জ (হোসেনপুর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০২:০৯ পিএম কাঁচা মরিচের ঝালে পুড়ছে বাজার

কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বেড়ে গেছে।এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে তিন গুণেরও বেশি। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ খুচরা বিক্রি হচ্ছে ২০০-২২০টাকা এবং পাইকারি বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়। 

শনিবার উপজেলার বিভিন্ন ঘুরে দেখা গেছে বেশিরভাগ দোকানির নিকট কাচাঁ মরিচ নেই।

এ সময় গোবিন্দপুর বাজারের খুচরা ব্যবসায়ী হাসিমসহ অনেকেই জানান,সম্প্রতি বৃষ্টির কারণে চরাঞ্চলের বেশিরভাগ মরিচ ক্ষেত নষ্ট হয়ে স্থানীয় বাজার গুলোতে সরবরাহ কমে গেছে। এতে পাইকারি বাজারে মরিচের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। তাই বেশি দাম দিয়ে কিনে এনে তাদের একটু চড়া দামেই কাচাঁ মরিচ বিক্রি করতে হচ্ছে। 

সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য সবজি ও নিত্যপণ্যের দাম। এতে ক্রেতা সাধারণ নাভিশ্বাস উঠেছে।

জাগরণ/এমআর