চুয়াডাঙ্গায় বাজার করার টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা-মাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে ছেলে সোহেল।
রক্তাক্ত জখম অবস্থায় বাবা আশরাফুল ইসলাম ও মা শাবানা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।পরে সোহেল রানা নিজ ঘরে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা ঘরের দেয়াল ভেঙে তাকে উদ্ধার করে।
চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামে বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সোহেল রানার বাড়ি বেলগাছি গ্রামে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
প্রতিবেশীরা জানান, বুধবার রাতে সোহেল বাড়ি ফিরলে তার মা বাজার বাবদ ২০০ টাকা চায় ছেলের কাছে। এতে ক্ষিপ্ত হয়ে মায়ের সাথে খারাপ ব্যবহার করে সোহেল। একপর্যায়ে সোহেল কোদাল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে এবং হাসুয়া দিয়ে বাবা-মা দুজনকেই জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পর সোহেল রানাকে আটক করা হয়। সে অনেক আগে থেকেই মাদকাসক্ত। এর আগেও মাদক সেবনের জন্য সাজা হয়েছে তার। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
জাগরণ/এমআর