পানি বৃদ্ধি ও স্রোতের তীব্রতায় দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। দৌলতদিয়ার ৩, ৪ ও ৫ নং ফেরি ঘাট এলাকায় এ ভাঙন দেখা দেয়। ফেরি ঘাটের ভাঙন ঠেকাতে কয়েক বছর আগে বালু ভর্তি বস্তা ফেলা হয়। ভাঙনের কবলে পরে জিও ব্যাগের বস্তা গুলো নদীতে খুলে খুলে পরছে।
তীব্র স্রোত ও নদীতে বিপদ সিমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে এমন ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন অব্যাহত থাকায় ফেরি ঘাট গুলো হুমকিতে পরেছে। একই সাথে এখানকার কিছু বসতি ও দোকানপাট ভাঙন আতঙ্কে পরেছে। ফেরির পন্টুন ভাঙনের আশঙ্কা রয়েছে। ভাঙন স্থানে এ পর্যন্ত বালু ভর্তি জিও ব্যাগের বস্তা ফেলা হয়নি।
জরুরি ভিত্তিতে এসব স্থানে ব্যবস্থা না নেওয়া হলে ভাঙন হুমকিতে পরবে ফেরি ঘাট সহ স্থানীয় জন বসতির ব্যবসা প্রতিষ্ঠান গুলো। এর আগে গত মাসে ভাঙনের কবলে পড়ে লঞ্চ ঘাট বিলীন হয়েছে নদী গর্ভে। একই সময়ে দৌলতদিয়ার ৭টি ফেরি ঘাটেই ভাঙন দেখা দেয়। গত মাসের এ ভাঙনে এখানে বসবাসরত ৩০ টি পরিবার তাদের বাড়ি ঘর নদীতে বিলীন হয় মূহুর্তেই। গত দুই বছরের ভাঙনে বিলীন হওয়া ১ ও ২ নং ফেরি ঘাট আজও চালু করতে পারেনি বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ।
জাগরণ/এমআর