জয়পুরহাট সদর উপজেলার রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল শনিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১৫ জন মাদকসেবীর নিকট হতে ২০ গ্রাম গাঁজা, ২টি কলকি, ৪টি লাইটার ও ১৩ টি মোবাইল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব।
গ্রেফতার মাদকসেবীরা হলেন, নওগাঁর রানীনগর উপজেলার পূর্ব বালিপাড়া গ্রামের রাছেদ উদ্দিনের ছেলে আনিছুর রহমান (৫১), জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের আ. হান্নানের ছেলে তারেক হোসেন (২৫), আকবর হোসেনের ছেলে হাবিব মন্ডল (২২), সারওয়ার রহমানের ছেলে টিপু সুলতান (২৬), দক্ষিন খাসপাওনাদার গ্রামের আজাহারের ছেলে সিহাব হোসেন (২৩), সুইপার পট্টি এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে সাইদুর রহমান (২৫), মাষ্টারপাড়ার মছির উদ্দিন ফকিরের ছেলে টেবলেট বাবু (৩৮), আউশগাড়া এলাকার সামছুল ইসলামের ছেলে মো. রনি (২৫), মকুল হোসেনের ছেলে আসলাম হোসেন (২৮), মৃত ফয়েজ মন্ডলের ছেলে মোঃ বকুল (৪৬), কিনা মন্ডলের ছেলে তাহেরুল ইসলাম (৫০), মোজাফফর হোসেনের ছেলে নিয়াজ মোর্শেদ (২৬), বেল আমলা এলাকার ধীরেন পাহানের ছেলে সুধীর পাহান (২৬), বেলআমলা, খঞ্জনপুর এলাকার মৃত ননী গোপালের ছেলে নিত্য গোপাল (৫০), গুলশানমোড়ের তসলিম উদ্দিনের ছেলে আকরাম হোসেন (২৪)।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, মাদকসেবনরত অবস্থায় ওই ১৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
জাগরণ/এমআর