ফুলবাড়ীতে মাছের পোনা অবমুক্ত

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ১২:৩৩ পিএম ফুলবাড়ীতে মাছের পোনা অবমুক্ত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

সোমবার সকালে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া জানান, মৎস্য অধিদপ্তরাধিন রাজস্ব অর্থে বিভিন্ন প্রতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আগামী ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর মৎস্য সপ্তাহ পালন করা হবে।   

জাগরণ/এমআর