মুহুরী নদীর বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

ফেনী প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ১০:৩২ এএম মুহুরী নদীর বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

ফেনী জেলার ফুলগাজীতে পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি স্থান ভেঙে গেছে।

গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। এতে লোকালয়ে পানি ঢুকে উপজেলার জয়পুর, কিছমত ঘনিয়া, পূর্ব ঘনিয়া মোড়া ও পশ্চিম ঘনিয়া মোড়া এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফুলগাজী-পরশুরাম উপজেলার সড়ক যোগাযোগ।

এ তথ্য নিশ্চিত করে ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে মুহুরী নদীর পানির চাপে বেড়িবাঁধের জয়পুর এলাকায় ভাঙন দেখা দেয়। মুহূর্তেই আশপাশের এলাকা পানির নিচে তলিয়ে যায়। এতে ডুবে গেছে রোপা আমনের জমি, মাছের ঘের, পুকুর ও রাস্তাঘাট। প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় ফুলগাজী-পরশুরামের যোগাযোগ বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, মাসখানেক আগেও জয়পুর এলাকায় বেড়িবাঁধের ভাঙনে ভেসে গেছে পুকুরের মাছ। তলিয়ে যায় রাস্তাঘাট ও ব্যবসা প্রতিষ্ঠান। সেই ক্ষতি কেটে না ওঠার আগেই আবার ভাঙন দেখা দেওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জাগরণ/এমআর