অবশেষে উদ্ধার সেই শিশুর মরদেহ , নিহত বেড়ে ২২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ১০:৫৫ এএম অবশেষে উদ্ধার সেই শিশুর মরদেহ , নিহত বেড়ে ২২

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে বালু বোঝাই ট্রলারের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নাশরা (৩) নামে আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নাশরা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা এলাকার হারিছ মিয়ার মেয়ে। 

নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। 

শনিবার সকাল ৮টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরি দল ও ফারার সার্ভিসের ২২ জনের একটি টিম। সকাল পৌনে ১০টার দিকে তারা শিশু নাশরার লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী কর্মকর্তা তৌফিকুল ইসলাম ভূইয়া এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চাচা শাহিদ হোসেন নাশরার লাশ শনাক্ত করেন। 

নাশরার চাচা বলেন, গতকাল সকালে নাশরা তার চাচা ফারুক মিয়ার শ্বশুরবাড়ি বিজয়নগর উপজেলার নোয়াগাঁওয়ে বেড়াতে যায়। বিকেলে ট্রলারে করে বাড়ি ফিরছিল তারা। ফারুক ট্রলারের ছাদে এবং নাশরা ও তার চাচি কাজল বেগম ট্রলারের ভেতরে ছিল। ট্রলারডুবিতে আমার ভাবি কাজল বেগম মারা গেছেন। ফারুক সাঁতরে তীরে উঠতে পারলেও নাশরাকে খুঁজে পাওয়া যায়নি।

জাগরণ/এমআর 

আরও সংবাদ