শেরপুরে পূর্ব শ্রুতার জেরে দোকানে ভাঙচুর ও লুটপাট

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৩:৫৬ পিএম শেরপুরে পূর্ব শ্রুতার জেরে দোকানে ভাঙচুর ও লুটপাট

নাজমুল হোসাইন, শেরপুর

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার প্রত্যান্ত অঞ্চল রানী শিমুল বাজারে জমি সংক্রান্ত বিরোধর জের ধরে আমিনুল ইসলামের পশু খাদ্যের দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় বিবাদী পক্ষরা আমিনুল ইসলামের প্রায় তিন লক্ষাধিক টাকা ক্ষতি সাধন করে বলে বাদী আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এ সংবাদ লেখা পর্যন্ত শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের চেষ্টা চলছে বলে জানা গেছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে।
এলাকাবাসী ও বাদী অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার বাসীন্দা সেকান্দর আলী, সামছুদ্দিন, নজরুল ইসলাম, ইসমাইল হোসেন, তোতা মিয়া গংদের সাথে আমিনুল ইসলামের সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো।

বিষয়টি নিয়ে আমিনুল ইসলামের বাবা আনসার আলী বাদী হয়ে আদালতে একটি মোকদ্দমা দায়ের করলে ১৯ মে আমিনুলের বাবা আনসার আলী ডিগ্রী লাভ করেন।

এরপর বিবাদীরা আমিনুলের বসতবাড়ি দোকান পাট ভেঙে দেওয়ার হুমকি দেওয়ায় আমিনুল ইসলাম গত ২৫ আগষ্ট সহকারি জজ আদালতে চিরস্থায়ী নিষেধাঙ্গার দাবীতে একটি মোকদ্দমা দায়ের করেন।

এ ব্যাপারে রানী শিমুল ইউ.পি চেয়ারম্যান মো. মাসুদ রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।