পুরুষ সঙ্গী না থাকায় বংশবৃদ্ধি ব্যাহত 

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ১২:৫৩ পিএম পুরুষ সঙ্গী না থাকায় বংশবৃদ্ধি ব্যাহত 

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিভিন্ন ধরণের ৭০ প্রজাতির বন্যপ্রাণি রয়েছে। এ সব প্রাণির প্রায় প্রত্যেক পরিবারের বংশবৃদ্ধি হচ্ছে। কিন্তু পার্কটিতে পুরুষ জিরাফ না থাকায় সদস্য বাড়ছে না জিরাফ পরিবারের। পার্কে মাত্র তিনটি জিরাফ রয়েছে। তিনটিই স্ত্রী লিঙ্গের।

পার্ক কর্তৃপক্ষ জানান, এ পার্কে বন্যপ্রাণির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  কিন্তু জিরাফ পরিবারে পুরুষ জিরাফ না থাকায় এ পরিবারে বংশবৃদ্ধি হচ্ছে না। বংশবৃদ্ধি না হলে একসময় জিরাফ শূন্য হয়ে পড়বে সাফারি পার্কে। বংশবৃদ্ধির কারণে এ পার্কে গত কয়েক বছরে জেব্রা পরিবারের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। শুধু পুরুষ জিরাফ না থাকায় বাড়ছে না জিরাফ পরিবারের সদস্য।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন সংরক্ষক মো. তবিবুর রহমান জানান, পার্কে বন্যপ্রাণিদের মধ্যে প্রায় সকল প্রাণি থেকেই নিময়িত বাচ্চা পাচ্ছি। এখানে বর্তমানে তিনটি মাদি জিরাফ রয়েছে। তবে পুরুষ জিরাফ না থাকায় জিরাফের বংশবৃদ্ধি হচ্ছে না। মাদি জিরাফের সঙ্গী হিসেবে পুরুষ জিরাফ আনা হলে জিরাফ পরিবারের বংশবৃদ্ধি হবে বলে তিনি আশা করছেন।

জাগরণ/এমআর