ঘরে পানি ওঠায় দুর্ভোগে পদ্মা পাড়ের মানুষ

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১, ০৩:৪৩ পিএম ঘরে পানি ওঠায় দুর্ভোগে পদ্মা পাড়ের মানুষ

পানি বাড়তে থাকায় পদ্মা পাড়ের এলাকাবাসির বাড়ি ঘরে পানি উঠেছে। এতে তাদের বসবাসে দেখা দিয়েছে নানা ধরনের দুর্ভোগ। ঘরে ও বাইরে পানির কারণে চলাচলে, রান্না বান্না, খাওয়া দাওয়াসহ দিন পার করছেন ভোগান্তির মধ্য দিয়ে। পানিতে তলিয়ে পরিবার নিয়ে বসবাস করছেন খুব কষ্ঠে। রান্না ঘরে পানিতে তলিয়ে পরিবারের সদস্যদের খাবার তৈরীতে পরেছেন সমস্যায়।
 
এদিকে এসব অঞ্চলের মানুষের ঘরে নেই পর্যাপ্ত খাবার যোগান। পানির কারণে আয় রোজগার না থাকায় পরিবারের সদস্যদের প্রতিদিনের খরচ নিয়ে পরেছেন বিপাকে। চারিদিকে পানির কারনে নষ্ট হচ্ছে ধান সহ অন্যান্য ফসল গুলো। দৌলতদিয়া উনিয়নের পদ্মার পাওে বসবাসরত এলাকার বাড়ি গুলোতে পানিতে তলিয়ে এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

গত ২৪ ঘন্টায় পদ্মায় ৮ সে.মি পানি বেড়েছে। এতে দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপদ সিমার ৬৯ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ীর ৪ টি পয়েন্টের ৩ টি পয়েন্টেই পানি বিপদ সিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের হিসেব অনুযায়ী আগামী আরো দুই, তিনদিন পদ্মার পানি বাড়বে বলে আশঙ্কা করছেন।