রামুতে বনবিভাগের জমির উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার করে ফেরার সময় দখলদারদের হামলায় দুই রেঞ্জ কর্মকর্তাসহ অন্তত ১২ জন আহত হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা রেঞ্জের ভিআইপি পাহাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতদের মধ্েয কক্সবাজার উত্তর বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ, পিএমখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল জব্বার, বন প্রহরী বাসুদেব বনিক, বাগান মালি অসিত পাল। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতদের আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, বন বিভাগের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফেরার পথে একদল ভুমিদস্যুরা অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ১২জন আহত হয়। এই ব্যাপারে বনবিভাগ বাদী হয়ে রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।