দক্ষ গ্রাম প্রতিরক্ষা বাহিনী হিসেবে করে গড়ে তোলার লক্ষে দশ দিনব্যাপী গ্রাম ভিত্তিক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
রোববার নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মাসিহুল গণি স্বপন।
এ সময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূল আলোচক ছিলেন শিবপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান, প্রশিক্ষক আলমগীর চৌধুরী ও শম্পা বেগম। প্রশিক্ষণে সাধারচর ইউনিয়নের ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাসহ মোট ৬৪ জন প্রশিক্ষণার্থী এতে অংশ গ্রহণ করে।
জাগরণ/এমআর