জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষি বাছেদ

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ১০:৫০ এএম জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষি বাছেদ

বেশি বেশি মাছচাষ করি, বেকারত্ব দূর করি এই স্লোগানে গত ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এবার মাছ উৎপাদনে নরসিংদী জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে নির্বাচিত হয়েছেন শিবপুর উপজেলার  মির্জাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাছেদ আলম ভূইয়া। 

তিনি উপজেলার চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত ফজর আলী ভূইয়ার ছেলে।

তিনি শিক্ষকতার পাশাপাশি অবসর সময়ে ২৫০ শতাংশ জমিতে ৫ টি পুকুরে বিভিন্ন প্রজাতের মাছ উৎপাদন করে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য নরসিংদী জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নরসিংদীর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মো. বাছেদ আলম ভূইয়ার হাতে এ পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, ও জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন।

জাগরণ/এমআর