মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরে সাপের কামড়ে সিরমান শিকদার (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলা সদরের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিকেলে ধানক্ষেতে কীটনাশক দেওয়ার সময় সাপে কামড় দেয়। স্বজনেরা উদ্ধার করে ওঝার কাছে নিয়ে যান। ওঝা বিষ নামিয়েছেন দাবি করে বাড়ি নিয়ে যেতে বলেন। বাড়ি নেওয়ার পর রাত পৌনে আটটার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন।
চিকিৎসক তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখানে নেয়ার পথে রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়।
সিরমানের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের রায়পুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আতা শিকদারের ছেলে। সিরমান পাশ্ববর্তী পোয়াইল গ্রামে শ্বশুর কেতাব কাজীর বাড়িতে থাকতেন।
জাগরণ/এমআর