নোয়াখালী জেলা শহর মাইজদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় অস্ত্র হাতে তিন যুবকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
গত রোববার বিকেলে আওয়ামী লীগের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তিন যুবকের অস্ত্র হাতে ৩৮ সেকেন্ডের একটি ভিডিও দেখা যায়।
ওই ভিডিওতে দেখা যায়, অস্ত্রধারী এক যুবক প্রতিপক্ষের দিকে গুলি করছেন এবং বাকী দুজন প্রতিপক্ষদের ধাওয়ার মুখে অস্ত্র হাতে অন্য সহযোগীদের সঙ্গে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) ফেসবুকে অস্ত্রধারীদের ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অস্ত্রধারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি জানান।
এ প্রসঙ্গে নোয়াখালীর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, গুলি করা ও অস্ত্র হাতে দৌড়ানোর একটি ভিডিও পেয়েছি। ভিডিও দেখে অস্ত্রধারীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
জাগরণ/এমআর