ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু 

ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৭:০৩ এএম ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু 

ময়মনসিংহ জেলার ত্রিশালে মাকে নির্যাতন করায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আরিফ হোসেনের (২০) বিরুদ্ধে। ঘটনার পর থেকে আরিফ পলাতক রয়েছেন।

নিহত ব্যক্তির নাম আলী হোসেন (৫০)। তিনি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামের মৃত ওয়াহেদ আলী ছেলে। ছেলে আরিফ অনার্সে পড়ালেখা করেন বলে জানা গেছে।

গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাতাইডিঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। 

এ তথ্য নিশ্চিত করে করে ত্রিশাল থানার এসআই বিল্লাল হোসেন বলেন, আলী হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। ঘটনার দিন ছেলে আরিফের সামনে তার মাকে মারধর করতে থাকে। এ সময় আরিফ তার বাবাকে ফেরানোর চেষ্টা করেন। তার কথা না মানায় আরিফ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে বাবা আলী হোসেনকে কোপ দেয়। এতে গুরুতর আহত হয় আলী হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জাগরণ/এমআর